• 23 Jan, 2025

নওগাঁয় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

নওগাঁয় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের গণকবরের পাশে স্থাপিত স্মৃতিস্তম্ভের পাদদেশে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

Naogaon pic (5)
Naogaon pic (4)
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি আলোচনা সভা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Naogaon pic (2)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অলিউল্লাহ্ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Naogaon pic (1)
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব ও তাদের অবদানের কথা স্মরণ করে বলেন, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শেষ হয়।