ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপের অনুমোদন দিয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে নতুন সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি করেছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে স্কলারশিপ চালু করার অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতোমধ্যে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন। বুধবার (২০ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের পথও উন্মুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সভাপতিত্বে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে দুই দেশের শিক্ষার্থীরা পারস্পরিকভাবে শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে মতবিনিময় করতে পারবেন।
সামা টিভির প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন। স্কলারশিপ প্রদানের লক্ষ্যে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একীভূত পোর্টাল চালু করবে।২০১৫ সালের আগে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষাক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক ছিল। তবে যুদ্ধাপরাধ নিয়ে পাকিস্তানের মন্তব্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সে সময় সম্পর্ক ছিন্ন করেছিল। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের এই উদ্যোগ দুই দেশের শিক্ষাক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।