• 23 Jan, 2025

৪৬তম বিসিএস প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে সিআইডিকে ৬০ দিনের নির্দেশ হাইকোর্টের

৪৬তম বিসিএস প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে সিআইডিকে ৬০ দিনের নির্দেশ হাইকোর্টের

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে সিআইডিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত রুল জারি করে পরীক্ষা বাতিলে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (১৮ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ জন পরীক্ষার্থী গত মাসে এ বিষয়ে রিট করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শাহ নাভিলা কাশফি, এবং রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

আদালত প্রশ্নফাঁসের তদন্তের পাশাপাশি একটি রুলও জারি করেছেন। এতে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রুলে মন্ত্রিপরিষদ সচিব, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, জনপ্রশাসন সচিবসহ ১৯ জন বিবাদীকে জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বছরের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৯ মে এর ফলাফল প্রকাশিত হয়, যেখানে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

তবে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রশ্নফাঁসের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে একটি সংঘবদ্ধ চক্র জড়িত এবং ৪৬তম বিসিএসসহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা ঘটেছে।

আইনজীবী শাহ নাভিলা কাশফি জানান, হাইকোর্ট সিআইডিকে প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশের মধ্য দিয়ে পিএসসি’র ওপর প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪