• 23 Jan, 2025

বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ সম্মেলনে যোগ দিতে চীন সফরে গেছেন। ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে এই সফর বিএনপি ও চীনের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সুসংহতকরণের একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইনসে ঢাকা ছাড়েন এই প্রতিনিধিদলের সদস্যরা। আগামী ১৬ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশনে যোগদান করবেন তারা, যেখানে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের নেতারাও উপস্থিত থাকবেন।

বিএনপির এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন। সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

চীনের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুসংহতকরণের লক্ষ্যে এ ধরনের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দেশটির কমিউনিস্ট পার্টির উদ্যোগে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক আদর্শ ও কৌশল বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এ সফরকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে অভিহিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪