নওগাঁয় ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে নওগাঁয় ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কাফনের কাপড় পরে শুয়ে নওগাঁ শহরের প্রধান সড়ক মুক্তির মোড়ে দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে এসে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন। এ সময় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ও আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী রিয়াদুল হাসান জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে (১৯ মার্চ) বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে শহরের মুক্তির মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।