• 23 Jan, 2025

সাবেক আইনজীবী সমিতির সম্পাদক মমতাজ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ রিমান্ডে

সাবেক আইনজীবী সমিতির সম্পাদক মমতাজ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ রিমান্ডে

ঢাকার আদালত বাসচালক হত্যা মামলায় সাবেক আইনজীবী সমিতির সম্পাদক মমতাজ উদ্দিন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন ও তার ছেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খান ও তার ছেলে কে এম আসিফ হাসানকেও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মো. আতিকুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, উত্তরা পশ্চিম থানায় করা বাসচালক আলমগীর হত্যা মামলায় আজ মমতাজ উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামিপক্ষ থেকে এই আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই দিনে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আমজাদ হোসেন ও তার ছেলে আসিফ হাসানকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, ৩ নভেম্বর একই এলাকা থেকে আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তাদের বাসা থেকে উদ্ধার করা হয় ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, বেশ কিছু বিদেশি মুদ্রা, ১১টি আইফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি।

সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন সর্বশেষ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন এবং তিনি ২০২০ সালে অবসরে যান।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪