• 23 Jan, 2025

নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী অর্চনা বিশ্বাস আটক

নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী অর্চনা বিশ্বাস আটক

নওগাঁ শহরের চকদেব নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩২ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী অর্চনা বিশ্বাসকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে তার বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা থাকার তথ্যও প্রকাশিত হয়েছে।

নওগাঁ শহরের চকদেব নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাজ্ঞী শ্রীমতি অর্চনা বিশ্বাসকে ভারতীয় ৩২ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
শনিবার বেলা ১১টায় জেলা গোয়েন্দা শাখা থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুল মান্নান।

তিনি বলেন, জেলা পুলিশ সুপার মোঃ শফিউল সারোয়ার বিপিএম-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ এম এ মান্নানের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোঃ সোহেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে ৯টায় মাদক সম্রাজ্ঞী অর্চনা বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

মাদক সম্রাজ্ঞী শ্রীমতি অর্চনা বিশ্বাসের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় আরও ৫টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানান ওসি আব্দুল মান্নান।