• 23 May, 2025

নওগাঁয় সুফিয়া অটোমেটিক চালকলে অভিযান চালিয়ে অবৈধ্যভাবে মজুত বিপুল পরিমান ধান চাল জব্দ ও গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত

নওগাঁয় সুফিয়া অটোমেটিক চালকলে অভিযান চালিয়ে অবৈধ্যভাবে মজুত বিপুল পরিমান ধান চাল জব্দ ও গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত

নওগাঁয় সুফিয়া অটোমেটিক চালকলে অভিযান চালিয়ে অবৈধ্যভাবে মজুত বিপুল পরিমান ধান, চাল জব্দ ও গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ওই চালকল মালিকের বিরম্নদ্ধে নিয়মিত মামলার নিদের্শ দেয়া  হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে শহরের সুলতানপুর মহলস্নার শফিকুল ইসলাম নাথুর সুফিয়া চালকলে মজুতবিরোধী এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার কুরশিয়া আক্তার জানান, চালের বাজার স্থিতিশীল করার উদ্দেশ্যে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে মজুতবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেল ৩টার দিকে সুফিয়া অটো চালকলে  অবৈধ্য মজুত বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে ওই চালকল থেকে ৪১১ মেট্রিকটন চাল যার মধ্যে ৩৫ মেট্রিকটন মেয়াদ উত্তীন এবং ৫২৬ মেট্রিক টন ধান যার মধ্যে ২০৩ মেট্রিক টন মেয়াদ উত্তীর্ন জব্দ ও গুদাম সিলগালা  করা হয়েছে। একই সাথে এই চালকল মালিকের বিরম্নদ্ধে নিয়মিত নিয়মিত  মামলা করারজন্য খাদ্য বিভাগকে  নিদের্শ দেয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার কুরশিয়া আক্তার।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকানি কমিশনার সুজনুন ইসলাম সুজন,জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আল ইমরান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা, খাদ্য পরিদর্শক নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।