নওগাঁর মান্দায় ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা (৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গোলাম মোস্তফাকে উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুধে দাঙ্গা-হাঙ্গামা, জবর দখল, টেন্ডার, চাঁদাবাজি, বালু মহাল নিয়ন্ত্রণ, সাধারণ জনগণকে অন্যায়ভাবে আটক করে মারপিট, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিট করাসহ থানায় ৫টি মামলা রয়েছে। সে একজন তালিকাভুক্ত অপরাধী। অথচ, বিগত সরকারের সময়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বেপোরোয়া হয়ে ওঠেন তিনি। বিগত সময়ে মান্দা থানার জিআর মামলা নং-১০৯,১৭৬,১৭৯,২২৪,২৫৯। বর্তমানেও ড়্গমতার অপব্যাবহার করে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি ও স্বেছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগও রয়েছে তার বিরম্নদ্ধে। এসব বিষয়ে একাধিক মামলার প্রেড়্গেিত তাকে গ্রেফতার করা হয়েছে । সকালে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনসুর রহমান।
- 22 May, 2025

নিজস্ব প্রতিবেদক
নওগাঁ
সম্পর্কিত পোস্ট
নওগাঁয় আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন
21 May, 2025
14 মিনিট পড়া
15 ভিউ
নওগাঁয় চাঁদাবাজ সাংবাদিকদের সহায়তাকারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি নেতা এক ইউপি চেয়ারম্যানের
20 May, 2025
19 মিনিট পড়া
217 ভিউ
Follow us
ক্যাটাগরি
- জাতীয় (203)
- নওগাঁ (139)
- রাজনীতি (134)
- আন্তর্জাতিক (71)
- সারাদেশ (68)
সাম্প্রতিক খবর
�
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy