• 23 May, 2025

নওগাঁয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম আবির্ভাব মহা উৎসব অনুষ্ঠিত

নওগাঁয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম আবির্ভাব মহা উৎসব অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম শুভ আবির্ভাব মহা উৎসবে নানা কর্মসূচি পালন করেছে ভক্তরা । এ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের বেলহট্রি গ্রামে মন্দির ও  শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামে আশ্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মাঙ্গলিক সানাই, বেদ মাঙ্গলিক,নিয়মিত প্রার্থনা, আবির্ভাব লগ্ন ঘোষণা, তোপধ্বনি,শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

IMG_20250411_164011
 

 সকাল ১০টার দিকে বেলহট্রি সৎসঙ্গ শাখা আশ্রমের সভাপতি  কেদার চন্দ্র মাহাতো এর নেতেৃত্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে হাজার হাজার নারী পুরুষ মন্দির প্রাঙ্গন থেকে নগ্ন পায়ে বন্যাঢ্য এক শোভাযাত্রা  বের করে। শোভাযাত্রাটি গ্রামীণ এলাকার প্রায় তিন কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে আবারো মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত যুব সম্মেলনে  বক্তব্য রাখেন খুলনা এসপিআর এর সাধারণ সম্পাদক ডাঃ শুভঙ্কর চন্দ্র মন্ডল, গোপালগঞ্জ শাখার প্রভাষক রনজিত কুমার বিশ্বাস, বাগেরহাট শাখার অমলেন্দু বিশ্বাস, ঢাকা শাখার মাদল দেব বর্মন, পিরোজপুর শাখার অনিল বিশ্বাস, নেত্রকোনা শাখার কনুজ সাহা,খুলনা শাখার উৎসব সম্পাদক যামিনী বৈদ্য,টিভি ও বেতার শিল্পী গজল আল মন্ডল। 

Snapshot - 3
 

অনুষ্ঠান উপস্থাপনা করেন,সুকারু দেব বর্মন ও দুলাল চন্দ্র মাহাতো। এর আগে সনাতন ধর্মের অসহায় দুস্থদের মাঝে শাড়ি,ধুতি ও ঢাক বিতরণ করা হয়। সেই সাথে দিনভর চলে বিনামূল্য চিকিৎসা সেবা। ঐদিন বিকেল বিশ্ব কল্যাণে ঠাকুর অনুকূল চন্দ্রের নীতি ও বাণী  এবং তাঁর দিব্য জীবন  ও সনাতন ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।