নওগাঁর পত্নীতলা উপজেলার হারপুর গ্রামে বজ্রপাতে মাহাবীর(১৬) নামে এক কিশোর নিহত ও মাহবুব হোসেন বাবু (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার দুপুর ২ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত মহাবীর হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত বাবু একই গ্রামের বাসিন্দা। আহত বাবুকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, আজ সোমবার দুপুরে উপজেলার হারপুর গ্রামের মহাবীর ও বাবু আত্রাই নদীর চরের উপর হাঁসের খামারে কাজ করার সময় তাদের উপর বজ্রপাত ঘটলে বজ্রপাতে ঘটনাস্থলেই মহাবীর মারা যায়। বাবুকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি এনায়েতুর রহমান।