আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। নওগাঁয় সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে কবির নিজস্ব জমিদারি কাচারী বাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্মোৎসবের।
বিকেল ৬ টায় রবীন্দ্র কাচারি বাড়ি পতিসরে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখবেন, নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যড়্গ বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল আলম,আত্রাই উপজেলা নিবাহী অফিসার কামাল হোসেনসহ অন্যান্যরা।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের উজ্জল নড়্গত্র। তার উপন্যাস, গান, কবিতা, সাহিত্যর সব জায়গায় অবদান রযেছে। যা কখনোই ভুলে থাকার সুযোগ নেই। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবির জন্মোৎসবে হাজারো ভক্ত ও অনুরাগীদের ঢল নামে। এছাড়াও তিনদিন ব্যাপী উৎসবে প্রতিদিনই কবির জীবনি ও সৃষ্টি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।