শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস। আজ সকালে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমানসহ শ্রমিক নেতারা। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নওগাঁ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে, কেডির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের জেলা সভাপতি এ.এম. জিল্লুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজমুল হক সনি সদস্য সচিব বায়েজদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান তুহিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া সংযুক্ত শ্রমিক ফেডারেশন, নওগাঁ একুশে পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা কর্সূচির মধ্যে দিয়ে মহান মে দিকস পালন করে।