আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান,আদিবাসীদের ওপর সকল প্রকার নিপিডন নির্যাতন বন্ধ,আদিবাসীদের ভূমি উদ্ধারের জন্য আলাদা ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্টিত হচ্ছে।
নওগাঁর প্যারিমোহন লাইব্রেরীতে শুক্রবার বেলা ১ টায় শুরম্ন হওয়া আদিবাসীদের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা কমিটির সভাপতি মার্টিন মরমু। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বাসদের সম্বন্বয়ক ও জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁর উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী বিচিত্রা ড়্গিেত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, কেন্দ্রীয় নেতা মানিক সরেন, নওগাঁ একুশে পরিষদের নাইস পারভিন সহ আরো অনেকে।
এর আগে জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির এক র্যালী শহরের মুক্তির মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গনি করে প্যারিমোহন লাইব্রেরীতে এসে শেষ হয়।