গাঁজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। আজ শুক্রবার সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, একুশে পরিষদের উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র মন্ডল, গুলসান মনি, সাধারন সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারন সম্পাদক নাইস পারভীনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, গাঁজায় কোন আইন না মেনে দীর্ঘদিন ধরে গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে যা মানবাধিকার লঙ্ঘন। তাই অবিলম্বে গাঁজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্বের সব মুসলিম দেশকে দেশকে ঐক্যবদ্ধ হয়ে গাঁজায় গণহত্যা বন্ধে পদড়্গপে গ্রহনের দাবি জানান তারা। একই দাবিতে আজ জুম্মার নামাজের পর ইমাম মেয়াজ্জেম ও তৌহিদী জনতা শহরের নওযোয়ান মাঠে বিড়্গােভ সমাবেশ করেছে।
এছাড়া ঘৃণা প্রদর্শণ করতে শহরের মুক্তির মোড়, কেডি স্কুল, সরকারি কলেজ সহ বিভিন্ন রা¯ত্মায় ইসরাইলী পতাকা পদদলিত করতে পতাকা অংকন করেন শিড়্গাথীরা।