ছয় দফা দাবিতে সারাদেশের মতো নওগাঁয় মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গনি করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন পস্ন্যাকার্ড, ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন
সমাবেশে শিড়্গার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই ছয় দফা দাবিতে আন্দোলন চলছে। এখনো মন্ত্রণালয়ের পক্ষ কোনো স্পষ্ট উদ্যোগও দেখা নেওয়া হয়নি। তাদের যৌক্তিক দাবিগুলোকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তাই দ্রুত দাবিগুলো পূরন করা না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দের শিক্ষার্থীদের।