নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ পস্নাস ক্যাম্পেইন শুরম্ন হয়েছে। আজ শনিবার শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ভিটামিন ‘এ’ পস্নাস খাইয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ অন্যরা।
সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম জানান, জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪১টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ পস্নাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।