• 23 Jan, 2025

আদালত ঘেরাওয়ের হুমকি, নওগাঁর পিপি রফিকুল আলমের সনদ বাতিলের দাবি

আদালত ঘেরাওয়ের হুমকি, নওগাঁর পিপি রফিকুল আলমের সনদ বাতিলের দাবি

নওগাঁয় পিপি রফিকুল আলমের বিরুদ্ধে আদালত ঘেরাও ও বিচারকদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পিপিশিপ ও সনদ বাতিলের দাবি জানিয়েছে বিচারক সংগঠন। ভিডিওতে দেওয়া আপত্তিকর বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নওগাঁয় বিএনপিপন্থি আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আবু জাইদ মো. রফিকুল আলমের বিরুদ্ধে আদালত ঘেরাও এবং বিচারকদের হুমকির অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ নভেম্বর) আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুমকি দেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিচারকদের প্রতি আপত্তিকর বক্তব্যের ঘটনায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রোববার (১ ডিসেম্বর) পিপি রফিকুল আলমের পিপিশিপ ও সনদ বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিল বরাবর চিঠি দিয়েছে। একই সঙ্গে নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামসহ আরও সাতজন ম্যাজিস্ট্রেট সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ভিডিওতে রফিকুল আলমকে বিচারকদের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনারা আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যদি আপনাদের ঘেরাও করা হয়, তার দায় আপনাদের নিতে হবে। আগামীতে সন্ত্রাসী লীগের কোনো নেতা আদালতে আসলে আদালত ঘেরাও করা হবে।” বিষয়টি নিয়ে নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, "তার বক্তব্যের দায় তাকেই নিতে হবে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।"

অপরদিকে, অভিযুক্ত পিপি রফিকুল আলম দাবি করেন, “কিছু ম্যাজিস্ট্রেট ফ্যাসিজমকে সহযোগিতা করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সুপ্রিম কোর্ট তলব করলে আমি সঠিক ব্যাখ্যা উপস্থাপন করব।” এ ঘটনায় বিচারকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪