রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
মুজিববর্ষ উদ্যাপনে ছয় অর্থবছরে ব্যয় হয়েছে ১,২৬১ কোটি টাকা। সংশ্লিষ্ট খরচের বিশ্লেষণ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয় এবং ভবিষ্যতের বাজেট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য মুজিব বর্ষে গৃহীত কার্যক্রম এবং সংশ্লিষ্ট খরচের বিস্তারিত তথ্য উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করা হয়েছে। আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় যে, ছয় অর্থবছরে (২০১৮-১৯ থেকে ২০২৩-২৪) মুজিব বর্ষ উদ্যাপনে মোট ব্যয় হয়েছে ১ হাজার ২৬১ কোটি ৫ লাখ টাকা।
বৈঠকে জানানো হয়, মুজিব বর্ষ উপলক্ষে সব মন্ত্রণালয়, বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং সুপ্রিম কোর্টের আওতায় এই ব্যয় হয়েছে।
উপদেষ্টা পরিষদ বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছর থেকে মুজিব বর্ষের জন্য বাজেট বরাদ্দ বাতিল করা হবে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উদ্যাপন কার্যক্রমের খরচ, বাস্তবায়িত প্রকল্প এবং কোনো ধরনের অপচয় হয়েছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল।
এটি ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সচিবালয়ে প্রথম অফিস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাংবাদিকদের এই সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয়।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।