• 23 Jan, 2025

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল নেতা-কর্মীর সমাগমে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শোভাযাত্রা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধন করা এই কর্মসূচিতে অংশ নেন ঢাকাসহ আশপাশের জেলা থেকে আসা হাজারো নেতা-কর্মী। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

FB_IMG_1731062402382
ছবিঃ সংগৃহীত



রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির বিপুল নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করেন।

বেলা ২টায় নয়াপল্টনের অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। দলীয় পতাকা ও রঙিন টি-শার্ট পরিহিত নেতা-কর্মীরা নয়াপল্টন ছাড়াও কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশের এলাকাতেও অবস্থান নেন। ঢাকাসহ আশেপাশের জেলাগুলো থেকেও বিপুল নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা আশেপাশের এলাকায় যানজটের কারণ হয়।

আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম বড় পরিসরে শোভাযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে। শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য দেবেন বলে জানা যায়।

৭ নভেম্বরকে ঘিরে গতকাল থেকেই বিএনপি দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে। দলটির পক্ষ থেকে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪