নওগাঁর মহাদেবপুর উপজেলার মায়ামনি জুয়েলার্স থেকে গত ২৬ ডিসেম্বর দুপুরে অভিনব কায়দায় খদ্দের সেজে চুরি করে নিয়ে যাওয়া ১ ভরি ৬ আনা ওজনের একটি ব্রেসলেটসহ প্রায় আড়াই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য রাবেয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩০) ও রমজান আলী (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সকলেই দিনাজপুর সদরের বাসিন্দা। আজ বুধবার ভোররাতে তাদেরকে দিনাজপুর সদর থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান আজ দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ব্রেসলেটসহ প্রায় আড়াই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার এবং চোরাইকাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য রাবেয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩০) ও রমজান আলী (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। এই স্বর্ণ চুরির ঘটনায় ঘটনার দিনই মহাদেবপুর থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে আদালতে।