নওগাঁর মহাদেবপুর উপজেলার মায়ামনি জুয়েলার্স থেকে গত ২৬ ডিসেম্বর দুপুরে অভিনব কায়দায় খদ্দের সেজে চুরি করে নিয়ে যাওয়া ১ ভরি ৬ আনা ওজনের একটি ব্রেসলেটসহ প্রায় আড়াই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য রাবেয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩০) ও রমজান আলী (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সকলেই দিনাজপুর সদরের বাসিন্দা। আজ বুধবার ভোররাতে তাদেরকে দিনাজপুর সদর থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান আজ দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ব্রেসলেটসহ প্রায় আড়াই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার এবং চোরাইকাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য রাবেয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩০) ও রমজান আলী (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। এই স্বর্ণ চুরির ঘটনায় ঘটনার দিনই মহাদেবপুর থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে আদালতে।
- 22 May, 2025

নওগাঁর মহাদেবপুরে মায়ামনি জুয়েলার্স থেকে চুরি হওয়া প্রায় আড়াই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুর থেকে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য রাবেয়া বেগম, মনোয়ারা বেগম ও রমজান আলী গ্রেফতার হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড আবেদন করা হবে।
নিজস্ব প্রতিবেদক
নওগাঁ
সম্পর্কিত পোস্ট
নওগাঁয় আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন
21 May, 2025
14 মিনিট পড়া
15 ভিউ
নওগাঁয় চাঁদাবাজ সাংবাদিকদের সহায়তাকারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি নেতা এক ইউপি চেয়ারম্যানের
20 May, 2025
19 মিনিট পড়া
217 ভিউ
Follow us
ক্যাটাগরি
- জাতীয় (203)
- নওগাঁ (139)
- রাজনীতি (134)
- আন্তর্জাতিক (71)
- সারাদেশ (68)
সাম্প্রতিক খবর
�
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy