বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) রাতে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানা সূত্র জানায়, গত ১৯ জুলাই ২০২৪, বনশ্রীতে কোটা সংস্কার আন্দোলনে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় মায়া ইসলাম (৫১) গুলিবিদ্ধ হন। ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তে সাইদুর রহমান রিন্টুর সংশ্লিষ্টতা পাওয়ায় প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।