• 23 May, 2025

আনিসুল-মেনন-ইনু-পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

আনিসুল-মেনন-ইনু-পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

রাজধানীর পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো বাকি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ এবং পল্লবী থানার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, আসামিদের পৃথক পৃথক থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তারা আবেদন করেন। শুনানির পর বিচারক তাঁদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ী থানার ৩টি এবং সূত্রাপুর থানার ১টি মামলায় আনিসুল হক, ২টি মামলায় সালমান এফ রহমান, ১টি মামলায় জুনাইদ আহমেদ পলক এবং অন্যান্য মামলায় অন্য আসামিদের গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও কাফরুল থানার একটি মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদের গ্রেপ্তার শুনানির দিন থাকলেও তাঁদের আদালতে আনা হয়নি।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪