অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়া শেষ করা অপরিহার্য। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) অংশ নেওয়ার সময় বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, “নির্বাচন আয়োজনের গতি নির্ভর করবে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতির ওপর। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যা একটি স্থিতিশীল ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার সহায়ক হবে।”
এসময় তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় তাদের মেয়াদ সংক্ষিপ্ত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। "আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই," বলেন তিনি।
শেখ হাসিনার শাসনের অবসানের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ড. ইউনূস বলেন, “বর্তমানে দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা আমাদের দায়িত্ব। আশা করি, আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব।”
তিনি আরও বলেন, আর্থিক সঙ্কট নিরসনে দ্রুততার সাথে নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা গ্রহণ জরুরি, কারণ সাম্প্রতিককালে বাংলাদেশ আদানি গ্রুপের সাথে বৈদেশিক পাওনা সংক্রান্ত ইস্যুতেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার প্রভাব দেশের অর্থনীতিতে সরাসরি পড়ছে।
প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, যা বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।