• 11 Mar, 2025

যুবলীগ নেতা থেকে বিএনপি: হৃদয় ব্যাপারীর ভোলবদল

যুবলীগ নেতা থেকে বিএনপি: হৃদয় ব্যাপারীর ভোলবদল

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা হৃদয় ব্যাপারী চাঁদাবাজি ও মামলার ভয় দেখানোর অভিযোগে বিতর্কিত। সম্প্রতি ভোল বদলে বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

বগুড়া সদর উপজেলার যুবলীগ নেতা হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে চাঁদাবাজি, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং স্থানীয়দের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হৃদয়ের ভোলবদল লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্র জানায়, তিনি এখন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছেন এবং নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

হৃদয় ব্যাপারী একসময় বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং বগুড়া সদর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও ছিলেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে যেমন এলাকায় তার দাপট ছিল, এখন বিএনপির ছত্রছায়ায় আবারও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

জানা যায়, হৃদয় ব্যাপারী বর্তমানে চাঁদাবাজি, সুদের কারবার এবং অবৈধ সম্পদ সংগ্রহে আবারও সক্রিয় হয়েছেন। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ইব্রাহিমের কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং এলিয়েন গাড়ি কিনে এলাকায় দাপিয়ে বেড়ানোর ঘটনাও উঠে এসেছে। এছাড়াও স্থানীয়রা জানান, তার মায়ের সুদের কারবারের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে নিঃস্ব করা হচ্ছে। কেউ সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারলে নির্যাতনের শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও বিএনপির হাইকমান্ডের কাছে হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, “যে কেউ যদি চাঁদাবাজি বা অপকর্মে জড়িত থাকে, তার বিরুদ্ধে দলীয় এবং আইনগত উভয় ব্যবস্থাই নেওয়া হবে। বিএনপিকে ব্যবহার করে কেউ অপরাধ করলে সে রেহাই পাবে না।” হৃদয় ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি এবং ক্ষুদে বার্তারও কোনো জবাব দেননি।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪