দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে সদস্য সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে প্রায় ১০ হাজার সদস্য অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এ ছাড়া উপস্থিত রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের নেতৃবৃন্দ।
সকাল ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিবিরের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিতে শুরু করেন। সম্মেলনস্থল পুরোপুরি ভরে যাওয়ায় এটি একটি বিরল দৃশ্য হয়ে দাঁড়ায়। এই দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে এমন সম্মেলনকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে।