• 23 Jan, 2025

নওগাঁর পত্নীতলায় ভুয়া ডাক্তার আটক ও দুই ক্লিনিককে লক্ষ টাকা জরিমানা

নওগাঁর পত্নীতলায় ভুয়া ডাক্তার আটক ও দুই ক্লিনিককে লক্ষ টাকা জরিমানা

নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার সনজিত কুমার আটক হয়েছেন। চিকিৎসায় প্রতারণার দায়ে তাকে দুই মাসের কারাদণ্ড এবং দুই ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

IMG-20250114-WA0015
নওগাঁর পত্নীতলা উপজেলায় সনজিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এনএসআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির।

এ সময় ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার না হওয়া সত্ত্বেও চিকিৎসা প্রদান এবং নিজেকে ডাক্তার পরিচয়ে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে সনজিত কুমারকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চিকিৎসা-সংক্রান্ত মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মা ও শিশু চিকিৎসক রতন কুমারকে ৫০ হাজার টাকা এবং নজিপুর ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির বলেন, “রোগীদের জীবন নিয়ে কাউকে খেলা করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযান চলাকালে এনএসআই-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।