• 22 May, 2025

হত্যা ও গুম মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ

হত্যা ও গুম মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় আরও ১৯ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

dhaka-prokash-nurul-islam-suzon-20240916200706
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন 

পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক মো. আশরাফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিহত আল আমিনের বাবা মনু মিয়া সাবেক রেলমন্ত্রীসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া, মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান এবং সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারীসহ আরও অনেকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদম সুফি জানান, আল আমিন ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তাকে গুম করে হত্যা করা হয়েছে। আদালতে প্রধান আসামির জামিনের বিরোধিতা করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, এজাহারে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি দাবি করেন, মামলার এজাহারে ভিকটিমকে পাওয়া যাচ্ছে না, যা ৩০২ ধারার আওতায় মামলার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪