নওগাঁ জেলা বেসরকারি এলপি গ্যাস পরিবেশক সমিতির আলোচনা ও ইফতার মাহফিল আজ শুক্রবার বিকেলে শহরের বই পট্টির আয়োজিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা বেসরকারি এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অর্থ সম্পাদক অসিত কুমার সাহা, সাধারণ সম্পাদক দেওয়ান জোবায়ের আহমেদ টেক্কু, সহ-সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা এলপি গ্যাস নিয়ে বিভিন্ন জটিলতা ও সমস্যা তুলে ধরে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সভায় জেলা কমিটির কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।