• 23 Jan, 2025

বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপন হচ্ছে নিউজিল্যান্ডে

বাংলাদেশের নতুন হাইকমিশন  স্থাপন হচ্ছে নিউজিল্যান্ডে

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে হাইকমিশন স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। নতুন মিশন প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করবে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে।

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয় বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ দেশ। দেশটি মানব উন্নয়ন সূচকে ১৬তম এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতায় ৩২তম স্থানে রয়েছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই রাষ্ট্রটি বাংলাদেশি পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার। বর্তমানে নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন এবং এক হাজারের বেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন। নিউজিল্যান্ডের ভৌগলিক বিচ্ছিন্নতার কারণে অস্ট্রেলিয়া থেকে কনস্যুলার সেবা প্রদান জটিল ও ব্যয়সাপেক্ষ হওয়ায় নতুন মিশন প্রবাসীদের সেবা সহজতর করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নিউজিল্যান্ডে ভারত, পাকিস্তানসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। এই মিশন বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে এবং বাণিজ্য, শিক্ষা, প্রবাসী কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। হাইকমিশন স্থাপনের প্রয়োজনীয় ব্যয় ২০২৫-২৬ অর্থবছরে নির্বাহ করা হবে বলে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য সময়োপযোগী এবং বাংলাদেশের বহুমাত্রিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪