• 23 Jan, 2025

নওগাঁয় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

নওগাঁয় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা মাইদুর রহমান নিহত হয়েছেন। তার ভাই কালাম হোসেন আহত হন। নিতপুর ইউনিয়নের রনসদাবড় মৌজায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। মাইদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই কালাম হোসেন (৩০) আহত হন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রনসদাবড় মৌজার কাঁকড়াদহ এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি নিতপুর দিয়ারাপাড়ার আজাদ আলীর ছেলে। পোরশা থানার ওসি শাহিন রেজা জানান, বিরোধপূর্ণ আবাদি জমি মাপজোখ করতে মাইদুর রহমান ও তার ভাইরা মঙ্গলবার বেলা ১টার দিকে রনসদাবড় মৌজার কাঁকড়াদহ এলাকায় যান। সেখানে প্রতিপক্ষ আব্দুর রহিম ও তার লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মাইদুর রহমানের পাঁজরে ছুরিকাঘাত করে।

এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে এলে কালামকেও মারধর করা হয়। পরে আব্দুর রহিম ও তার লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় মাইদুরকে পোরশা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার সকালে মাইদুর রহমানের মরদেহ নিতপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।পোরশা থানার ওসি শাহিন রেজা নিহতের স্বজনদের বরাত দিয়ে আরও জানান, সীমান্তের কাছে এই ঘটনা ঘটায় হত্যাকারীরা সম্ভবত ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।