• 23 Jan, 2025

নিকাব পরা ছাত্রীকে হল থেকে বহিষ্কার: তীব্র প্রতিবাদ ছাত্রশিবিরের

নিকাব পরা ছাত্রীকে হল থেকে বহিষ্কার: তীব্র প্রতিবাদ ছাত্রশিবিরের

নিকাব পরা এক ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। ঘটনার তদন্ত ও ধর্মীয় অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নিকাব খুলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন সমাজতত্ত্ব-২ পরীক্ষায় অংশ নেওয়া এক অন্তঃসত্ত্বা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গত ১৪ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে একজন শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

ছাত্রশিবির নেতারা আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি পর্দা রক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে তাঁর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উচিত ছিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তাঁকে অপমানিত ও হয়রানি করা হয়েছে, যা ধর্মীয় স্বাধীনতা ও নৈতিকতার চরম লঙ্ঘন। এমন আচরণ আমাদের সমাজের ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার নৈতিক পরিবেশের পরিপন্থী।”

বিবৃতিতে ছাত্রশিবির এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা আরও উল্লেখ করেছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার রক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ছাত্রশিবির নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪