নওগাঁর পোরশা উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশাহাট বাজার সংলগ্ন মাকলাহাট ব্রিজ এলাকায় পোরশা-মহাদেবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নুর বানু (৬০)। তিনি পোরশা উপজেলার আমদা গ্রামের বাসিন্দা এবং জিল্লুর রহমানের স্ত্রী। আহতদের তাৎক্ষণিকভাবে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পোরশা থেকে নওগাঁর উদ্দেশে যাত্রা শুরু করে রোশনী পরিবহনের একটি বাস। শিশাহাট বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর বানু মারা যান এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, ভোর থেকেই ঘন কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা খুবই কম ছিল। যানবাহনের লাইট জ্বালিয়েও কয়েক মিটারের বেশি দেখা যাচ্ছিল না। কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে। এই দুর্ঘটনা কুয়াশা পরিস্থিতিতে যানবাহনের চলাচলে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।