জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু স্লোগান দিয়েই দায়িত্ব শেষ করে না, বরং বাস্তবায়নেরও চেষ্টা চালায়।
শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শীত মোকাবিলায় জামায়াতের আগাম প্রস্তুতির কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, “এখনো রাজধানীতে শীত তীব্র হয়নি। তবে আমরা আগাম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না, বরং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই।” তিনি আরও বলেন, জামায়াত এমন একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে সবার অধিকারের নিশ্চয়তা থাকবে। ন্যায়বিচার, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সভাপতিত্ব করেন কাফরুল থানার আমির রেজাউল করিম এবং পরিচালনা করেন সেক্রেটারি আশিকুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম এবং মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই কার্যক্রম শুধু শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজে কল্যাণমুখী তৎপরতা আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।