• 23 Jan, 2025

আদানির বিদ্যুৎ চুক্তি: অনুসন্ধান কমিটি চেয়ে রিটের শুনানি মঙ্গলবার

আদানির বিদ্যুৎ চুক্তি: অনুসন্ধান কমিটি চেয়ে রিটের শুনানি মঙ্গলবার

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠনের রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের চুক্তি নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছেন আবেদনকারী আইনজীবী। আদালতে সম্পূরক আবেদনে দর-কষাকষির তথ্য উপস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে।আজ সোমবার বিষয়টি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন রিট আবেদনকারী আইনজীবী এম আবদুল কাইয়ূম। আদালত জানান, রিটটি কালকের শুনানির জন্য উপরের ক্রমিকে রাখা হবে। ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি লিমিটেডের সঙ্গে করা চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এম আবদুল কাইয়ূম গত ১২ নভেম্বর রিট দায়ের করেন। রিটে এ চুক্তি জাতীয় স্বার্থবিরোধী কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ভারতের অন্যান্য উৎস থেকে আমদানি করা বিদ্যুৎ ইউনিটপ্রতি ৫.৫ পয়সা থেকে ৮.৫০ টাকা দরে পড়ে, নেপাল থেকে বিদ্যুৎ আনতে খরচ ৮ টাকা, অথচ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে ইউনিটপ্রতি ১৪ টাকারও বেশি ব্যয় হচ্ছে। দর-কষাকষি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগও উত্থাপন করা হয়েছে। রিটটি আজ আদালতের কার্যতালিকায় ৪৬৩ নম্বরে ওঠে। সম্পূরক আবেদনে দর-কষাকষির বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশনার দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আদালতে বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪