• 23 Jan, 2025

ইন্টারনেট বন্ধের অভিযোগ: জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ ১৮ ডিসেম্বর

ইন্টারনেট বন্ধের অভিযোগ: জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ ১৮ ডিসেম্বর

মানবতাবিরোধী অপরাধ ও ইন্টারনেট বন্ধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ অনুযায়ী, তিনি গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব পালন করেছেন এবং তথ্য ধামাচাপা দিতে ইন্টারনেট সেবা বন্ধ করেছিলেন। আদালত এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৮ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সময়ে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, “মন্ত্রিসভার সদস্য হিসেবে পলক ছাত্র ও সাধারণ জনগণের ওপর সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে এসব অপরাধের পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন।” তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেন, যাতে গণহত্যার খবর বহির্বিশ্বে না পৌঁছায়। তথ্য ধামাচাপা দেওয়ার এই পদক্ষেপ অপরাধের সঙ্গেই সম্পৃক্ত বলে তদন্তকারীরা মনে করছেন।

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। পলককে জিজ্ঞাসাবাদে সেই সময়ের পরিকল্পনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম এবং অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে বলে জানান প্রসিকিউটর। এই জিজ্ঞাসাবাদ মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার প্রক্রিয়ায় নতুন তথ্য উন্মোচনে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪