• 23 Jan, 2025

চাঁদাবাজি মামলায় মাগুরার মহিলা আওয়ামী লীগ নেত্রী কারাগারে

চাঁদাবাজি মামলায় মাগুরার মহিলা আওয়ামী লীগ নেত্রী কারাগারে

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়াকে চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার পক্ষে কোনো আইনজীবী জামিন শুনানিতে অংশ নেননি। ২০২২ সালে চাঁদার দাবিতে হামলার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়াকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে তাকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে তার জামিন শুনানিতে কোনো আইনজীবী অংশ নেননি। আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১০ মে বাদি আবু সাইদ শেখের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন স্বর্ণালী জোয়ার্দার রিয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুদিন পর ১২ মে ভোরে বাদির ওপর লোহার স্টিক দিয়ে হামলা চালানো হয়। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারের পর রিয়ার পক্ষে জামিন শুনানিতে আইনজীবীদের অনুপস্থিতি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হলেও তারা কোনো আইনগত সহায়তা দেননি। আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী আবদুর রশিদ জানান, রিয়ার পক্ষে কেউ শুনানিতে অংশ নেননি, ফলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদি সঠিক বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪