• 23 Jan, 2025

নওগাঁয় তাবলীগ জামাতের উদ্দোগে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

নওগাঁয় তাবলীগ জামাতের উদ্দোগে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের আক্রমণে চার সাথীর মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার এবং বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নওগাঁয় ২ কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Snapshot_10

Snapshot_11
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে, সাদপন্থীদের আক্রমণে নিহত চার সাথী ও এর সাথে জড়িতদের দ্রুত বিচার ও বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের জনগণ।  

Snapshot_12
Naogaon Student movment pic (9)

আজ রোববার বেলা ১০টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নওগাঁ মার্কাস মসজিদের খতিব ও মেহনতি জামাতের সাথী মাওলানা জামিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরায় হযরত আব্দুল ওয়াহেদ, সুরায় হযরত আব্দুল খালেক, মেহনতি জামাতের সাথী ইয়ার মোহাম্মদ টিটিসহ বিভিন্ন ওলামা মাশায়েখ, মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা।