• 22 May, 2025

নওগাঁর সুমন হত্যার বিচারে খুনিদের ফাঁসির দাবিতে নজিপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

নওগাঁর সুমন হত্যার বিচারে খুনিদের ফাঁসির দাবিতে নজিপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

নওগাঁর পত্নীতলায় ব্যবসায়ী সুমন হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে নজিপুর বাসস্ট্যান্ডে হাজারো ছাত্র-জনতা ও ব্যবসায়ীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। সুমনের পরিবারের দাবি, সুদের কারবারের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

359200_image_url_Patnitala-Naogaon photo-01 (2)
সুমন হোসেন ( ২৪ )

নওগাঁর পত্নীতলায় ব্যবসায়ী সুমন হত্যার খুনিদের ফাঁসির দাবিতে হাজারো ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে বক্তারা সুমন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন, পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান এবং ছাত্র আন্দোলনের নেতা মারুফ মোস্তফা উপস্থিত ছিলেন। বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে আরও একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুমন নজিপুর মসজিদ মার্কেটের ব্যবসায়ী এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। গত রোববার (১৭ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে তাকে খুন করা হয়। এ ঘটনায় সুমনের বোন মৌসুমি বাদী হয়ে বুলবুল ইসলামসহ ৯-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, বুলবুলের কাছে সুদের ওপর ৭০ হাজার টাকা ধার করেছিলেন সুমন। পরে চেক ও স্ট্যাম্পের ভয় দেখিয়ে বুলবুল সুমনের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আদায় করেন। এরপরও আরও টাকা দাবি করলে সুমন তাকে ১০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঘটনার দিন বুলবুলের সঙ্গে দেখা করতে গেলে সুমনকে অনুসরণ করে কিছু লোক জঙ্গলে নিয়ে হত্যা করে। ফেসবুক লাইভে সুমন হত্যার ঘটনার বিবরণ দেন। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। দায়ের করা মামলার ভিত্তিতে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, “জেলা প্রশাসন থেকে মামলা মনিটরিং করা হবে। পাশাপাশি সুদ কারবারের মতো অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সুমনের পরিবারের দাবি, "আমাদের ভাইয়ের হত্যার বিচার হোক এবং খুনিদের ফাঁসি নিশ্চিত করা হোক।"

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪