রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। বদলির আওতায় বিভিন্ন থানায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদে দায়িত্ব পালনে কর্মকর্তাদের মধ্যে নতুন বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন শিকদারকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ওসি মো. রেজাউল করিমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।রমনা মডেল থানার তদন্ত পরিদর্শক ও অপারেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মো. তারেকুল ইসলাম টুটুলকে। অন্যদিকে হাজারীবাগ থানার তদন্ত পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাহাদাৎ হোসেন।রামপুরা থানায় তদন্ত ও অপারেশনের দায়িত্ব পেয়েছেন সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফকরুল ইসলাম। শ্যামপুর থানার তদন্ত ও অপারেশনের দায়িত্বে রয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের পরিদর্শক কাঞ্চন রায়হান।হাতিরঝিল থানায় তদন্ত ও অপারেশনের দায়িত্ব পেয়েছেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেন। এছাড়া শরিফুজ্জামান ভূঁইয়া ডিএমপির ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি হয়েছেন।আদেশে বলা হয়েছে, বদলির এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। ডিএমপিতে নতুন বদলি ও পদায়নে কর্মকর্তাদের বিভিন্ন থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। কোতোয়ালি, রমনা, রামপুরা, হাজারীবাগসহ বিভিন্ন থানার কর্মকর্তাদের বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশ দিয়েছে ডিএমপি।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা:
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।