বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনায় যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দুবাইয়ে অবতরণের পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাবর তার বড় ছেলে লাবিব ইবনে জামানের সঙ্গে মদিনার উদ্দেশে যাত্রা করেন। কিন্তু মাঝপথে শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে দুবাইতে অবতরণের পর তাকে বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সেখান থেকে দ্রুত দুবাইয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হায়দার আলী আরও জানান, বাবরের পরিবার তার আশু সুস্থতার জন্য দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। এর আগে, দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে গত ২০ জানুয়ারি বুকের ব্যথার কারণে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। চিকিৎসা শেষে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি পরিবারসহ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন।