• 23 Jan, 2025

কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। ডেমরার হামলার বিচার নিয়ে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রূপায়ন ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজন নারী শিক্ষার্থীও রয়েছেন। আহতদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে মিম, রাবেয়া, আশরাফ, ইমরান, মাসুদুর, আলামিন, ফারহান ও হাসিবের নাম পাওয়া গেছে।

prothomalo-bangla_2025-01-21_tutsucan_Bangla-motor-1
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে আহত একজনছবি: সংগৃহীত


ঘটনার সূত্রপাত  
আহত শিক্ষার্থীদের ভাষ্যমতে, গত সোমবার ঢাকার ডেমরায় স্থানীয় সন্ত্রাসীদের হামলার বিচার চাইতে তাঁরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় এক শিক্ষার্থী "সমন্বয়কদের গুনি না" মন্তব্য করলে অন্য পক্ষের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কার্যালয়ের শাটার বন্ধ করে ভেতরে কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের যাত্রাবাড়ী মাদ্রাসার শিক্ষার্থী মাসুদুর রহমান। তাঁর দাবি, ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী সংগঠনের ভেতরে ঢুকে গিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়া  
সংঘর্ষের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, কিছু বিপথগামী ব্যক্তি কার্যালয়ে ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করেন। সংগঠনের নির্বাহী সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাঁদেরও আক্রমণের শিকার হতে হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘর্ষে জড়িতরা কেউই সংগঠনের সাংগঠনিক সদস্য নয়। ঘটনা তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেতৃত্বের প্রতিক্রিয়া  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনাটি আমি খতিয়ে দেখব। গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট থাকবে।” এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪