ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হওয়া এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টার এই বৈঠকে অস্ট্রিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কনস্যুলার তাজভীরুল ইসলাম। উল্লেখ্য, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের একজন সদস্য।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নসহ দক্ষিণ এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার মূলত অস্ট্রিয়ার নয়াদিল্লি দূতাবাস থেকে বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে দায়িত্ব পালন করছেন।
এই সাক্ষাৎ বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।