• 23 Jan, 2025

ভারতে ধর্ষণের অভিযোগে সিলেট জেলা আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

ভারতে ধর্ষণের অভিযোগে সিলেট জেলা আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

ভারতে ধর্ষণের মামলায় সিলেট জেলা আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার হয়েছেন। মেঘালয় রাজ্যের শিলং থানায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশ ধর্ষণের অভিযোগে সিলেট জেলা আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে। রোববার পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন এবং সদস্য জুয়েল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিলং থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারে তাদের নাম উল্লেখ রয়েছে। জানা গেছে, সিলেট থেকে পালিয়ে শিলংয়ে আশ্রয় নেওয়া অবস্থায় তাদের বাসস্থানে এ ঘটনা ঘটে। মামলার বাদী ভুক্তভোগী ওই থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শিলং পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই মামলার অপর দুই আসামি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু পলাতক রয়েছেন।

এছাড়া একই অভিযানে সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও আটক করেছিল পুলিশ। তবে মামলা সংশ্লিষ্টতা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা নিশ্চিত করেছেন।

অন্য একটি সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল। তবে একই ফ্ল্যাটে অবস্থান করার কারণে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং আলম খান মুক্তিসহ সবাইকে মামলায় আসামি করা হয়েছে।

ঘটনার পর গ্রেফতারকৃতদের ছাড়াতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তদবির করেন বলেও জানা গেছে। তবে মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪