• 22 May, 2025

নওগাঁয় অচেতন অবস্থায় ছয় শ্রমিককে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ

নওগাঁয় অচেতন অবস্থায় ছয় শ্রমিককে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয় শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে খাবারের সঙ্গে অচেতন হয়েছিলেন।

Naogaon pic (1)-1
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন ছয় শ্রমিককে রাস্তা থেকে উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

Naogaon pic (3)
নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, অচেতন শ্রমিকরা সবাই পেশায় রাজমিস্ত্রি। তারা ঢাকা থেকে ট্রাকযোগে ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন। বুধবার ভোরে সেহেরির খাবার হিসেবে পথিমধ্যে পাউরুটি, কলা ও পানি খেয়েছিলেন। এর কিছুক্ষণ পরই তারা অচেতন হয়ে পড়েন। ভোরে নওগাঁ শহরের বাইপাসের বরুনকান্দি মোড়ে তাদের ফেলে রেখে ট্রাকটি চলে যায়।

Naogaon pic (2)-3
সকাল ৮টার দিকে স্থানীয়রা তাদের পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সদর থানা পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল ১০টার দিকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। শ্রমিকদের মধ্যে জ্ঞান ফিরলে একজন জানান, তার কাছে থাকা ৩ হাজার টাকা নিয়ে গেছে। অন্যদের কাছ থেকে কিছু নিয়েছে কি না, তা তাদের জ্ঞান পুরোপুরি ফিরলে জানা যাবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪