• 23 Jan, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের নতুন কমিটি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের নতুন কমিটি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত এই কমিটিতে তারুণ্যের প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন এই কমিটি ছাত্রদলের সাম্প্রতিক কালের সবচেয়ে তারুণ্যনির্ভর কমিটি বলে দাবি করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আট মাস আগে ঘোষিত আংশিক কমিটির পর এবার পূর্ণাঙ্গ ২৪২ সদস্যের এ কমিটি প্রকাশ করা হলো। কমিটিতে এই প্রথমবারের মতো তারুণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এ তালিকা অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। গত ১ মার্চ ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটির সঙ্গে নতুন করে যোগ করা হয়েছে আরও ২৩৫ জনকে। আংশিক কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলেন গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক ছিলেন নাহিদুজ্জামান শিপন।

এই কমিটির অধিকাংশ সদস্যই ২০১৬-১৭ থেকে পরবর্তী শিক্ষাবর্ষগুলোর শিক্ষার্থী। ছাত্রদলের একাধিক নেতার মতে, নতুন এই কমিটি দলটির সাম্প্রতিক কালের সবচেয়ে তারুণ্যনির্ভর কমিটি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ কমিটিতে স্থান পেয়েছেন, যা অতীতে দেখা যায়নি।

দলীয় নেতাদের ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের কর্মিসংকট কাটিয়ে উঠতে তারুণ্যের প্রাধান্য দিয়ে দলকে পুনর্গঠনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪