জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে জামায়াত অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে ভারতবিরোধিতার অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে চান তারা। শুক্রবার (২৩ নভেম্বর) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত একটি আধুনিক, উদারপন্থী এবং গণতান্ত্রিক দল। ইসলামিক আদর্শের ভিত্তিতে আমরা রাজনীতি করি। আমাদের দলকে কট্টরপন্থি হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের রাজনীতি যুক্তিসঙ্গত ও বাস্তবমুখী।” হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করি। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের ওপর হিংসার অভিযোগ মিথ্যা ও প্রোপাগান্ডা। বরং বিভিন্ন ইস্যুতে হিন্দু নেতাদের সঙ্গে জামায়াত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছে।”
ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের আন্তর্জাতিক নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমরা চাই, উভয় রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের পরিবেশ তৈরি হোক। সরকারে এলে এই সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা কার্যকর উদ্যোগ নেব।” প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর ভারত-বিরোধী অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। তবে ডা. শফিকুর রহমান দাবি করেন, এই বিতর্কের পেছনে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কাজ করেছে। তিনি বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ককেও ইতিবাচকভাবে ব্যাখ্যা করেন।