• 23 Jan, 2025

নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন; শিক্ষার্থীদের আনন্দ মিছিল

নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন; শিক্ষার্থীদের আনন্দ মিছিল

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় করায় শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে এই পরিবর্তন আনায় শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও মিছিলের মাধ্যমে উদযাপন করেছে।

IMG_20250116_192524
নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় করায় নওগাঁয় আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নওগাঁসহ সারাদেশে ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ খবর পাওয়ার পর নওগাঁয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়।

গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর শিক্ষার্থীরা নওগাঁয় স্থাপিত অস্থায়ী কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নামের সাইনবোর্ড নামিয়ে ফেলে, সেখানে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামে সাইনবোর্ড টানানো হয়। এরপর থেকে শিক্ষার্থী ও নওগাঁবাসী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি করে আসছিলেন। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে "নওগাঁ বিশ্ববিদ্যালয়" নামকরণ করার দাবি জানিয়ে গত ১২ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে একটি পত্র দেন।

নওগাঁবাসীর দাবি ও পত্রের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি জানান, “আমাদের প্রথম দাবি পূরণ হওয়ায় আমরা অনেক আনন্দিত। এখন ক্যাম্পাসে দ্রুত ক্লাস চালু করতে হবে, সেই দাবি বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। আশা করছি সেই প্রত্যাশাও পূরণ হবে, ইনশাআল্লাহ।” বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নওগাঁবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আজকে আমি সত্যিই অনেক আনন্দিত। নওগাঁবাসীর প্রত্যাশা পূরণে আমার উদ্যোগ সফল হয়েছে। একজন ব্যক্তির নামে এতগুলো বিশ্ববিদ্যালয়ের নামকরণের কোনো যৌক্তিকতা নেই। জেলার নামে নামকরণ যথার্থ হয়েছে।"