এস এম সুজা বলেন, “শেখ হাসিনা খুনি ও গণহত্যাকারী। যত দিন গণহত্যার বিচার না হবে, শহীদদের আত্মা শান্তি পাবে না। এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা থামব না।”
ফ্যাসিবাদীদের ক্ষমার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা। তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশ আবার স্বাধীন করেছে। তাই ফ্যাসিবাদকে হটানোর পর নতুন বাংলাদেশে তাদের ক্ষমার কোনো সুযোগ নেই।
আজ (শনিবার) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির ‘চট্টগ্রাম রাইজিং’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা: কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হাসান আলী খান, এস এম সুজা এবং সাগুফতা বুশরা মিশমা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সাগুফতা বুশরা মিশমা। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, লেখক, সাংবাদিক, শিক্ষক ও চিকিৎসকরা এতে অংশ নেন।
শিক্ষক মুহাম্মদ ফরহাদ ঢাকার ওপর অতিরিক্ত উন্নয়নকেন্দ্রিক মানসিকতার সমালোচনা করে বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন। তিনি চট্টগ্রাম বন্দরের উপযোগিতা রক্ষা এবং শহরের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শিল্পী মেরুন হরিয়াল চট্টগ্রামের ঐতিহ্য, বিজয় মেলা এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। মুনতাসির মাহমুদ শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, দলীয় প্রভাব হ্রাস এবং শিক্ষার সমতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
সব্যসাচী জহির বলেন, বর্তমান সংবিধান ফ্যাসিবাদ তৈরির উৎস। জনগণের অভিপ্রায়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
সভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন বক্তারা শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন নিয়ে মতামত প্রকাশ করেন।