• 23 Jan, 2025

আসিফ নজরুলের সঙ্গে দুর্ব্যবহারে ক্ষুব্ধ তারেক রহমান: তীব্র নিন্দা

আসিফ নজরুলের সঙ্গে দুর্ব্যবহারে ক্ষুব্ধ তারেক রহমান: তীব্র নিন্দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিদেশে উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ আচরণ দেশের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। তারেক রহমানের অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের শত্রু হিসেবে কাজ করে আসছে এবং দেশ-বিদেশে গণতন্ত্রকামী মানুষকে হেনস্তা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রবাসে অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে আচরণে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসৌজন্যমূলক আচরণের কড়া নিন্দা জানিয়েছেন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ ঘটনায় শোক প্রকাশ করে এ ধরনের আচরণকে দেশের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে ফ্রান্সের উদ্দেশে রওনা হওয়ার সময় আসিফ নজরুলকে আক্রমণের মুখে পড়তে হয়। তিনি আরও বলেন, প্রবাসী আওয়ামী নেতাকর্মীরা গণতান্ত্রিক শক্তির প্রতি অসহিষ্ণু আচরণ করছেন, যা তাদের রাজনীতির বৈশিষ্ট্য। এ ঘটনা আওয়ামী লীগের দমন-পীড়নের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধিতার আরও একটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের ভাষায়, ফ্যাসিবাদী আচরণ বিদেশের মাটিতেও প্রকাশ পাচ্ছে, যা দেশের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলছে। তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারা গণতান্ত্রিক আদর্শের প্রতিদ্বন্দ্বী এবং মানবাধিকারের শত্রু।

তারেক রহমান আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী কার্যক্রমে জড়িত। তিনি বলেন, দেশ ও বিদেশে গণতন্ত্রকামী মানুষকে হেনস্তা করার প্রবণতা আওয়ামী লীগের রাজনীতির অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দেশপ্রেমিক নাগরিকদেরকে এ ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, যেসব আওয়ামী নেতাকর্মী বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪